কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে
স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা
নিজস্বসংবাদদাতা ⥮ কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষে স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শনিবার কলেজ মিলনায়তনে এসেট প্রকল্পের আওতায় স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। এ সময় তিনি বলেন, কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরী করা সম্ভব। তাই সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব প্রদান করছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আনাছ আল জায়েদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. ইায়াছিন আরাফাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরএসি বিভাগের ইন্সট্রাক্টর নুরুল হুদা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ প্রতিষ্ঠানের ৪টি ট্রেডের অধ্যায়নরত শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী ১৩টি প্রকল্প পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকরে রেইন ওয়াটার হারভেষ্ট ,দ্বিতীয় স্থান বায়ু কলের সাহায্যে নবায়ন যোগ্য জ্বালানী সৃষ্টি ও তৃতীয় স্থান গাইড ব্যবহার করে সেলাই মেশিনের দক্ষতা অর্জন করা।
এ সময় ইন্সট্রাক্টর ছগীর আহমেদ,উম্মে হানী,কামরুল হাসান,নুরুল করিম,সাকলাইনুর রহমান,আরিফুল ইসলাম,মাজহারুল ইসলামসহ সকল বিভাগীয় শিক্ষক ও শিক্ষাথীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply