কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ১ক্লিনিক সীলগালাসহ ৩ ক্লিনিকে জরিমানা
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ১ক্লিনিক সীলগালাসহ ৩ ক্লিনিকে জরিমানা করা হয়েছে। ৬ মে মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভার বিশ্বরোডে অবস্থিত কেয়ার ডিজিটাল হাসপাতালে ডাক্তার ছাড়াই অপারেশন করার অপরাধে হাসপাতালটির অপারেশন থিয়েটার সীলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে কচুয়া ট্রমা এন্ড জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার অস্বাস্থ্যকর হওয়ায় ৩৫ হাজার টাকা জরিমানা ও কাজী ডিজিটাল মেডিকেল ডায়াগনষ্টিক সেন্টারে বিভিন্ন সেবার নির্ধারিত মূল্যের চার্টের সাথে ক্যাশ মেমোর অসংগতি থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. জাহিদ হোসাইন ও স্যানেটারী ইন্সপেক্টর আহসান উল্লাহ ,এসআই মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
Leave a Reply