1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১৯ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

কচুয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ঔষধ সরবরাহ বন্ধ ॥ সেবা থেকে বঞ্চিত জনগন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার পালাখাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

কচুয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ঔষধ সরবরাহ বন্ধ ॥
স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত জনগন
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র গুলিতে নিত্য প্রয়োজনীয় ঔষধ ও জন্ম নিয়ন্ত্রনের উপকরণ না থাকায় স্বাস্থ্য সেবা বঞ্চিত জনগন।জানা গেছে,উপজেলার ১২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দীর্ঘ ১০ মাস যাবত কোন প্রকার ঔষধ সরবরাহ নাই।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সরবরাহকৃত জন্ম নিয়ন্ত্রনের কনডম,আপন ওরাল পিল ,তৃতীয় প্রজন্মের সুখী ,গর্ভ নিরোধক ৩ মাস মেয়াদী ইনজেকশন,নরমাল ডেলিভারী কিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে স্বাস্থ্য কেন্দ্র গুলিতে সরবরাহ করা হয় নাই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে ,মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের প্রয়োজনীয় আয়রন, ভিটামিন,ক্যালশিয়াম,প্যারাসিটামলসহ প্রায় ২১ প্রকার প্রাথমিক নিত্য প্রয়োজনীয় ঔষধ জুলাই মাস থেকে বন্ধ রয়েছে। ফলে মা ও শিশু স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত জনগন। ভুক্তভোগী কড়ইয়া গ্রামের কুলছুমা বেগম জানান , স্বাস্থ্য কল্যান কেন্দ্রে গিয়ে জন্ম নিয়ন্ত্রের কোন প্রকার ঔষধ পাই নাই,তাছাড়া প্যরাসিটামল ,ক্যালশিয়াম টেবলেটও আমরা অনেকদিন ধরে পাইতেছিনা।
বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ঘুরে দেখা দেখে পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারি মেডিকেল অফিসার,ভিজিটর, এফপিআই,ফার্মাসিষ্ট,আয়াগন ঔষধ ও জন্ম নিয়ন্ত্রনের উপকরণ না থাকায় অলস সময় অতিবাহিত করছেন।
এ ব্যাপারে কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা.মো. শরীফ আহমেদ জানান ,গত জুলাই মাস থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অপারেশন প্ল্যান্ট (ওপি) প্রকল্প থেকে কোন প্রকার ঔষধ ও জন্ম নিয়ন্ত্রন প্রতিরোধের মালামাল না পাওয়ায় আমরা কোন স্বস্থ্য কেন্দ্রে ঔষধ দিতে পারছিনা। ফলে প্রান্তিক পর্যায়ের জনগন কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, বিষয়টি অবগত হয়ে মাননীয় জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা পরিষদ থেকে অর্থ বরাদ্ধ দিয়েছি। টেন্ডার প্রক্রিয়ায় ঔষধ ক্রয় করা সম্পন্ন হলে এ সমস্যার সমাধান হবে।
ছবি: কচুয়ার পালাখাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার