নিখোঁজ সংবাদ
কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূইয়ারা গ্রামের সুলতান বেপারী বাড়ির জাহাঙ্গীর আলম (৬৫) ১৫ এপ্রল থেকে নিখোঁজ । আত্মীয়স্বজন ,প্রতিবেশী সব জায়গায় খূঁজেও তাঁর সন্ধান মিলেনি। কাউকে কিছু না বলে বাড়ি থেকে কোথায় চলে গেছে কেউ বলতে পারবেনা। এদিকে তাঁর স্ত্রী ,৫ ছেলে ও ১ মেয়ে তাদের বাবার সন্ধানের জন্য ব্যাকুল হয়ে আছে। পাঞ্জাবী ও লুঙ্গি পরিহিত হালাকা পাতলা গড়ন। কেউ জাহাঙ্গীর আলমের সন্ধান পেলে ০১৯৩৬১৮১৬/০১৬০২২০৭৫৯১ নাম্বারে সন্ধান দিতে অনুরোধ জানান হয়েছে।
ছবি: ভূইয়ারা গ্রামের জাহাঙ্গীর আলম।
Leave a Reply