কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার
কচুয়া বার্তা রিপোর্ট ॥ কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার করা হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার এসএসসি’র ইংরেজী দ্বিতীয়পত্রে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে সাচার কেন্দ্রের বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের তানভীর হোসেন, দাখিল পরীক্ষার গনিত বিষয়ে বিতারা কেন্দ্রের রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার জাকিয়া আক্তার ও নিশ্চিন্তপুর কেন্দ্রের কাদলা মাদ্রাসার আতিকুল ইসলামকে বহিষ্কার করা হয়। একই দিনে নিশ্চিন্তপুর কেন্দ্রের ২ শিক্ষক নাজমুল ইসলাম ও ইয়াসমিন আক্তারকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি ও জেলা প্রসাশকের কর্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নকলমুক্ত পরিবেশে পরিক্ষা গ্রহনের লক্ষে কচুয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
ছবি: কচুয়া নিশ্চিন্তপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
Leave a Reply