চাঁপই’র শিক্ষার্থীদের ২ ঘন্টা সড়ক অবরোধ ॥ অধ্যক্ষের কক্ষে তালা
চাঁপই প্রতিনিধি ॥
কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারন শিক্ষার্থীগন ২ ঘন্টা সড়ক অবরোধ করেছে। ১৬ এপ্রিল বুধবার শিক্ষার্থীগন তাদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কচুয়া বিশ্বরোড এলাকায় বেলা ১১ টা থেকে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে । এ সময় কচুয়া থেকে হাজীগঞ্জ ,চাঁদপুর ,নোয়াখালী ,রামগঞ্জ,লক্ষীপুর ও ঢাকা সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ,ওসি মো. আজিজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে বারন করেন। দুঘন্টা পর শিক্ষার্থীগন অবরোধ তুলে নেয় । শিক্ষার্থীগন জনান চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ তাদের আন্দোলনে একাত্বতা পোষন না করে বিরোধীতা করায় বেলা ১টার পর অধ্যক্ষ উজ্জল দাস গুপ্তেরে কক্ষে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পর থেকে পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জুনিয়ার ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ % প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা যৌক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply