কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক ॥ঈদের আগের বাস ভাড়া অপরিবর্তিত
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বাসের ভাড়া,সড়কে চলাচলের নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বাস মালিকদের সাথে বিআরটিএ কতৃক কচুয়া -ঢাকা সড়কে নির্ধারিত বাস ভাড়ার বিষয়ে কথা বলেন। এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা না পাওয়ায় ৫ আগষ্ট পর যে ভাড়া নির্ধারন করা হয়েছে সে মোতাবেক ভাড়া আদায়ের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন । মালিকগন সে মোতাবেক ভাড়া আদায়ে একমত পোষন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বাস মালিক সমিতি কচুয়া -ঢাকা ২০০ টাকা , হাজীগঞ্জ -ঢাকা ২২০, রহিমানগর -ঢাকা ২২০, কাশিমপুর -ঢাকা ২২০, রহিমানগর -ঢাকা ২২০, পালাখাল -ঢাকা ১৮০, সাচার -ঢাকা ১৬০ টাকা করে ভাড়া আদায় করবে এবং চালক ও তার সহযোগীর যাত্রীদের সাথে ভালো আচরনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এ সময় বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার বলেন আমরা বিআরটিএ কতৃক নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নিতেছি। ঈদুল ফিতর উপলক্ষে কয়েকদিন কিছু ভাড়া বেশী নেওয়া হয়েছে যা বিআরটিএ কতৃক নির্ধারিত ভাড়ার চেয়ে কম। নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী কচুয়ার বিভিন্ন স্টপেজ থেকে পূর্বের ন্যায় ভাড়া নেওয়া হবে। সভায় সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম,সুরমা বাস মালিক সমিতির সহসভাপতি আলী আশ্রাফ,সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটওয়ারী ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসংগত: ঢাকা থেকে কচুয়ার দুরুত্ব ৭৭ কিলোমিটার বিআরটিএ’র নির্ধারিত ভাড়া ২১৯.৩৮টাকা ,রহিমানগরের ভাড়া ২৪১টাকা,হোসেনপুর ২৫৯টাকা,হাজীগঞ্জ ২৫৯টাকা,কাশিমপুর ২৫৯টাকা,পালাখাল ২০০টাকা ওসাচার ১৮৬টাকা।
Leave a Reply