এসএসসি ও সমমানের পরীক্ষা -২০২৫
কচুয়ায় ১ পরীক্ষার্থী বহিস্কার ॥ ভ্রাম্যমান আদালতে ১জনের জরিমানা
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুযায় ১০ এপ্রিল বৃহস্পতিবার দাখিল পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে বিতারা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নাছিম আহমেদ নামে এক দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় ।
নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৪৪ ধারা আইন ভঙ্গ করে প্রবেশ করায় বহিরাগত পালাখাল মডেল ইউনিয়নের বক্সগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. আসিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি। প্রথম দিন কচুয়ার ১২ টি কেন্দ্রে এসএসসি ,দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৪ হাজার ৭শত ৬৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। অনুপস্থিত পরীক্ষার্থী ১শত ২৩জন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসিতে ৬৭,দাখিলে ৪৮ ও ভোকেশনালে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী কচুয়া করকারি পাইলট উচ্চ বিদ্যালয় ,মনোহরপুর মাদ্রাসা ,রহিমানগন বিএবি উচ্চ বিদ্যালয় ও আশ্রাফপুর কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার সাথে সম্পৃক্তদের নকলমূক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের নির্দেশানা প্রদান করেন। তাছাড়াএকইদিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমৃত দেবনাথ কচুয়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Leave a Reply