কচুয়ায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রেমিক নিহত ॥ আটক ২
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে প্রেমিক নুর মোহাম্মদ নিহত হয়। উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। থানা ও পরিবার সুত্রে জানাগেছে ,কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে নুর মোহাম্মদ তুষার (রব্বি) (২৫) এর সাথে রাজাপুর গ্রামের আ: মান্নানের মেয়ে ফিমা আক্তারের সাথে ৮ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে সর্ম্পক গড়ে উঠে। রবিবার রাত ১২টার সময় ফিমা আক্তার তার প্রেমিক নুর মোহাম্মদ তুষারকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। নুর মোহাম্মদ ফিমাদের বাড়িতে দেখা করতে গেলে ফিমার পরিবারের লোকজন নুর মোহাম্মদকে মারধর করে রক্তাক্ত জখম করে। এবং তার বাড়িতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মেয়ে তার মা তাসলিমা বেগম ছেলেকে উদ্ধার করে রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে পথিমধ্যে নুর মোহাম্মদ মারা যায়। এ ঘটনায় নিহত নুর মোহাম্মদের মা কচুয়া থানায় অভিযোগ করলে ফিমা ও তার মা হাসিনা বেগমকে কচুয়া থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান অভিযোগের সাথে সাথেই অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।
ছবি: কচুয়ায় নিহত নুর মোহাম্মদ।
Leave a Reply