কচুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥
কচুয়ায় চাঁদপুরের ডিবি ও থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুর সদর ও কচুয়া থানায় দায়েরকৃত পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার( ৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁদপুর সদরের মামলায় মাঝিগাছা গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটোয়ারী(৪২), বিতারা ইউনিয়নের পাঁচধারা গ্রামের আওয়ামী লীগ নেতা শহীদ উল্যা(৬২) ও কাদলা গ্রামের মঞ্জুর আহমেদ মজুমদার(৩৫কে গ্রেফতার করা হয়।
তাছাড়া কচুয়া থানার দায়েরকৃত ৩টি পৃথক মামলায় গ্রেফতারকৃতরা হলো -উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের হোসেনপুর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন(২৯), উত্তর পালাখাল গ্রামের মো.কেফায়েত উল্লাহ(৪৩),কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালোচো গ্রামের আব্দুল বারেক (৪৫) গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের মো. শরীফ ভূইয়া (৫৭), কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের ফখরুল ইসলাম (৪৫),পাথৈর ইউনিয়নের পাথৈর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন (৩৫)ও মো. কামাল হোসেন (৩২)।শনিবার দুপুরে ১০জনকে চাঁদপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply