কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ার দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে প্লাটিনাম জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় উৎসব মুখর পরিবেশে মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক,সাবেক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক অধ্যাপক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছিদ্দিক উল্যাহ,বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক মোস্তফা কামাল মজুমদার, বিগ্রেডিয়ার(অব) শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মজুমদার,অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুল হাই,আ: ছোবহান,আ: রশীদ,৭২ ব্যাচের শিক্ষার্থী এম এ বাসার,বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক খায়রুল আবেদীন স্বপন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুবক্কর মজুমদার উজ্জল,মোস্তফা ফখরুদ্দিন সরকার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী জাকির হোসেন,মোস্তাফিজুর রহমান তামিম, এম আলমগীর মজুমদার,হানিফ তালুকদার,দাতা পরিবারের সদস্য মোশারফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য মোশরফ হোসেনসহ অন্যানরা বিদ্যালযের উন্নতির বিষয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন । অনুষ্ঠান পরিচালানা করেন মঞ্জুমা শারমিন, ডা.মো.জাহিদ হোসেন ,খোরশেদ আলম,আবু ছালেহ মো.আব্দুল্লাহ।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply