এনআরবিসি ব্যাংক কচুয়া উপশাখার উদ্বোধন
মো. আলমগীর তালুকদার : এনআরবিসি ব্যাংক কচুয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৯ মার্চ কচুয়া পৌরসভার উত্তর বাজারে কফিল উদ্দিন ম্যানশনে ফিতা কেটে দোয়া ও মিলাদের মাধ্যমে শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের মেঘনা জোনের প্রধান, ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমের সভাপতিত্বে ও বলাখাল উপশাখার ইনচার্জ মো. জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনোত্তর আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা দক্ষিন জোনের জোনাল হেড, ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন, কচুয়া সাব রেজিষ্টার মো. মাকসুদুর রহমান । ব্যাংকের ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিম গ্রাহকদের উদ্দেশ্যে বলেন প্রবাসীদের উপার্জিত অর্থ দিয়ে আমাদের ব্যংক প্রতিষ্ঠিত। আমরা ব্যাংকের অন্যান্য সেবার পাশাপাশি সহজ শর্তে শষ্য ,কৃষি ,মৎস্য খাতে ঋন দিয়ে আসছি এবং প্রবাসীদের প্রেরিত অর্থের বিপরীতে ঋন প্রদান করে থাকি। সুতরাং গ্রাহকের সন্তুষ্টি আমাদের সমৃদ্ধি।
এ সময় ব্যাংকের মতলব শাখার ম্যানেজার মো. মাঈন উদ্দিন,কচুয়া উপশাখার ম্যানেজার মো. আনোয়ার হোসেন,সাচার উপশাখার ইনচার্জ মো.শাহজাহান সজীব,ছেঙ্গারচর উপশাখার ইনচার্জ ইয়াছিন মাহমুদ ,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক আফজাল মুন্সি,আবদুল হাকিম,বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা,রহিম হোটেলের মালিক আ: রহিম ,মিশুক বাজারের মালিক মো.হাছান, হাছান সাইকেল ষ্টোরের মালিক মো.হাছান, নগদের ডিলার মো: অনিকসহ বাজারের ব্যবসায়ী ,সাংবাদিক, ব্যাংকের গ্রাহক ও বিশিষ্টজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. জিয়াউল করিমসহ অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের কচুয়া উপশাখার উদ্বোধন করেন।দোয়া মুনাজাত পরিচালনা করেন কচুয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু সাইদ।
Leave a Reply