কচুয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি ও সমাবেশ
কচুয়া বার্তা রিপোর্ট ॥ নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কচুয়ায় গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কচুয়া বিশ্বরোড এলাকায় সমাবেশে মিলিত হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।এসময় তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ভাবে গনপ্রতিরোধ ও সচেতনতার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব । প্রত্যেক জুমা মসজিদের ইমামগন অন্যান্য ধর্মীয় আলোচনার পাশাপাশি জুমার খুৎবায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়ে আলোচনা করবেন এবং স্কুল ও কলেজের শিক্ষকদের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে হবে।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহ প্রমূখ।ছবি : চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুল দিয়ে বরণ করছেন কচুয়া থানা ওসি মো. আজিজুল ইসলাম ।
একইদিনে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন কচুয়া ভূমি অফিস,কাদলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন , কাদলা ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও কচুয়া থানা বার্ষিক পরিদর্শন করেন।
Leave a Reply