কচুয়ায় জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ
নিজস্ব সংবাদদাতা ॥
বাংলাদেশের কৃষককে উন্নতমানের কৃষক হিসেবে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষি আধুনিকায়নের জন্য কৃষকদের সংগঠিত করে বিএনপির নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কচুয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে আকানিয়া বিশ্বরোড এলাকায় কচুয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি ফলন বৃদ্ধির জন্য খাল খনন প্রকল্প চালু করেছিলেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কৃষিখাতে সর্বাধিক ভর্তুকি দিবে ও কৃষি বীমা চালু করবে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ হাবিব ,পৌর কৃষক দলের সভাপতি মফিজুল ইসলাম মধু ও কৃষক লিয়াকত আলী প্রধান প্রমূখ।
এ সময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান,উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক এড. বোরহান উদ্দিন,পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন,পৌর কৃষক দলের সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন,কাদলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খোরশেদ আলম,সদর দক্ষিন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সেফু মিয়া,ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাছানাত,বিএনপি নেতা স্বপন,সফিকুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহ এমরান খান, সদর দক্ষিন ইউনিয়ন যুবদলের আহবায়ক মাকসুদুল হাসান,উপজেলা ছাত্র দলের অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল,সাধারন সম্পাদক মো.নোমানসহ দলীয় নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply