ভ্রাম্যমান আদালতের অভিযান
কচুয়ায় ২ কিমি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড’র অবৈধভাবে ব্যাবহার করা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শিমুলতলী, চাংপুর ও উত্তর পালাখাল এলাকায় অভিযান পরিচালনা কালে বিপুল পরিমান অবৈধ সংযোগ দেখতে পায়। অভেধ সংযোগ বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এসময় ২০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৫শ ফুট অবৈধ গ্যাস পাইপ উদ্ধার ও ২ কিলোমিটার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাংপুর গ্রামের হারুন অর রশীদকে ৫ হাজার ও অন্য এক পরিবারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কালে বাখরাবাদ গ্যাস কোম্পানি লি. এর দায়িত¦শীল কর্মকর্তা বলেন সমগ্র কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা ও দন্ড প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে।
এসময় বাখরাবাদ গ্যাস কোম্পানি লি. এর ডিজিএম ভিজিল্যান্স প্রকৌশলী জাহাঙ্গীর বাদশা, ডেপুটি ম্যানেজার আব্দুর রব, গৌরিপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী অম্লান কুমারসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার একাংশ।
Leave a Reply