কচুয়ার কৃতিসন্তান মামুন মোল্লা ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন এমডি ও সিইও
সাইফুল ইসলাম রনি॥
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান মো. মামুনুর রশীদ মোল্লা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। গত ১৬ ফেব্রুয়ারী এই পদে দায়িত্বভার গ্রহণ করেন।মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিকখাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন।ইতিপূর্বে তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে।পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে শাখা ব্যবস্থাপক,বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নতুন এমডি ও সিইও হিসেবে মো. মামুনুর রশীদ মোল্লার লক্ষ্য প্রতিষ্ঠানটির বৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। যা কর্পোরেট ও মধ্যম খাতে বিনিয়োগ ও আর্থিক সেবা প্রদান করে আসছে।মো. মামুনুর রশীদ মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নয়ন, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। এটাই সবার প্রত্যাশা।
ছবি: মো. মামুনুর রশীদ মোল্লা
Leave a Reply