কচুয়ায় অগ্নিকান্ডে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি
সঞ্জিব ভৌমিক ॥
কচুয়ায় অগ্নিকান্ডে ২টি ঘরের ৮টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে। ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে পৌরসভার সরকারি পাইলট স্কুলের সম্মুখে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানাগেছে,দুপুর ২টার সময় করইশ গ্রামের কাউছার আহমেদ খোকন ও তার ভাইদের হার্ডওয়্যারের মালামালের গোডাউনে আগুন লেগে মূহুর্ত্বের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।এ সময় স্থানীয় জনগন আগুন নিভাতে সহযোগীতা করে। আগুনে ৮টি কক্ষে থাকা এলমুনিয়াম,প্লাষ্টিক নেট ,ঢেউটিন, ২টি কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। কাউছার আহমেদ খোকন দাবী করেন অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে । তিনি সহযোগীতার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার অফিসার মাহতাব উদ্দিন মন্ডল জানান ,গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে ।
Leave a Reply