কচুয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
কচুয়ায় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার হযরত শাহনেয়ামতশাহ উচ্চ বিদ্যালয়ে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের ২০২৩ সালের জন্য মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ম -১০ম শ্রেণির ৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এ সময় জাতীয় সদর দপ্তর মনোনীত বাংলাদেশ স্কাউটের সহকারী লিডার ট্রেইনার মো. ইব্রাহীম।তিনি বলেন শিক্ষার্থী ও যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট সহায়ক ভূমিকা পালনে করছে এবং একই সাথে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কাজ করছে।
লক্ষীপুর অঞ্চলের উড ব্যাজ লিডার সালমা খানম,কচুয়া উপজেলার ইউনিট লিডার এমদাদ উল্লাহ উড ব্যাজ,দিলিপ চন্দ্র সরকার,তামান্না আক্তার,উপজেলা স্কাউটের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা স্কাউট লিডার ও পরীক্ষা নিয়ন্ত্রক ইব্রাহীম খলিল প্রমূখ।
ছবি: কচুয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন জাতীয় সদর দপ্তর মনোনীত বাংলাদেশ স্কাউটের সহকারী লিডার ট্রেইনার মো. ইব্রাহীম
Leave a Reply