কচুয়ার আলীয়ারা মিনার বাড়ির পাশে চা দোকানে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুরজ মিয়ার দোকানের তালা ভেঙ্গে মালামাল,একটি এলইডি টিভি,ক্যাশে থাকা নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।ফজরের নামাজের পর দোকানের মালিক সুরুজ মিয়া এসে দেখে তারা দোকানের তালা ভাঙ্গা। সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে শীতের মধ্যে আলীয়ারায় রাতের অন্ধকারে চুরির ঘটনা বেড়ে চলছে। এতে ওই এলাকার মানুষ চোরের আতংকে রয়েছেন।স্থানীয়রা চুরির ঘটনা প্রতিরোধে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।
Leave a Reply