কচুয়ায় মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
বিশেষ প্রতিনিধি ॥
কচুয়ায় মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে মানিক ও রাসেলের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। খামারের মালিক মানিক মিয়ার থানায় অভিযোগ সুত্রে জানা যায় তিনি তার বন্ধু রাসেলসহ ১২০শতক ডোবা জায়গা লীজ নিয়ে মাছ চাষ করে আসছে। মঙ্গলবার রাত ৩টার দিকে দুস্কৃতিকারীগন পূর্বশত্রুতার জের ধরে মোটর সাইকেল যোগে তার বাড়ির পাশের মাছের খামারে বিষ প্রয়োগ করে। এতে তার খামারে চাষের ৩ লক্ষ টাকার ১৫মন মাছ মারা যায়। মাছ নিধনের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানান। বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানার এসআই মো. মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খামারের মালিকদ্বয় ,বিবাদী ও স্থানীয়দের বিষয়টির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। তিনি মাছ নিধনের আভিযোগের আলোকে প্রয়োজনীয় তথ্য প্রমানাদি সংগ্রহ ও স্বাক্ষীদের সাথে কথা বলেন।
এ ব্যাপারে বুধবার মানিক মিয়া একই গ্রামের ভূইয়া বাড়ির আ: জলিল ও তার ৩ ছেলেকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিবাদী আ: জলিল জানান রাজনৈতিক কারনে হয়রানী করার জন্য আমি ও আমার ছেলেদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply