বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে কচুয়ায় লিফলেট বিতরণ ও গনসংযোগ
কচুয়া বার্তা রিপোর্ট ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে কচুয়ায় লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২১ ডিসেম্বর কচুয়ায় কর্মী সম্মেলন উপলক্ষে কচুয়া পৌর বাজারের বিভিন্ন স্থানে জনগনের মাঝে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়। এ সময় উপস্থিত থেকে দাওয়াতি কার্যক্রমে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় সুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এড.মাসুদুল ইসলাম বুলবুল,কচুয়া শাখার আমীর এড.আবু তাহের মেজবাহ,পৌর আমীর আমিনুল ইসলাম আজহারী,সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী,বায়তুল মাল সম্পাদক মো. জাকির হোসেন বিএসসি,পৌর সেক্রেটারী মনির হোসেন সাইদ,কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি অধ্যাপক এমদাদ উল্যাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের কর্মীগন ।প্রসংগত: ২১ ডিসেম্বর কচুয়া উপজেলার হযরত শাহনেয়ামতশাহ উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান,বক্তব্য রাখবেন চাঁদপুর -১ কচুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়েতের সুরা সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এড.মাসুদুল ইসলাম বুলবুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় কর্মী সম্মেলন উপলক্ষে জনগনের মাঝে লিফলেট বিতরণ করছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
Leave a Reply