কচুয়ায় গন অধিকার পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় গন অধিকার পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলার ২ নং পাথৈর ইউনিয়ন গন অধিকার পরিষদের আয়োজনে পাথৈর ইউনিয়নের বেরকোটা আবেদ আলী নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে থেকে র্যালি বের হয়ে সাচার -বড়দৈল সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।চাঁদপুর জেলা গন অধিকারের যুগ্ম আহবায়ক মো. মোশারফ হোসেন ও জয়নাল আবেদীনের সার্বিক সহযোগীতায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোহতামিম মাওলানা তানভীর আহমেদের সভাপতিত্বে দিবসের তাৎপার্য ও গন অধিকারের কর্মসূচি তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব অধিকার চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শরীফুল আজম। এ সময় তিনি বলেন জুলাই বিপ্লবে ছাত্র তরুন আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।গন অধিকার সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সেটা ইতিহাসে সোনালী অধ্যায়ের সুচনা হয়েছে। আমরা গন অধিকারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব অধিকার কচুয়া শাখার সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা ছাত্র অধিাকারের সদস্য সাকিব হোসেন। আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
Leave a Reply