কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কচুয়াবার্তা রিপোর্ট ॥
কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।এই উপলক্ষে উপজেলা,পৌর বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে কচুয়ায় দিবসটি পালন করা হয়। দিবসের গুরুত্ব তুলে ধরে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন।
এ সময় র্যালিটি পৌরসভার হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া উত্তর বাজার পল্টন ময়দানে আলোচনা সভায় মিলিত হয়। কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খায়রুল আবেদীন স্বপনের পরিচালনায় আলাচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল। এ সময় পৌর বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,নওশের আলম,মাহবুব আলম মৃধা,বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের সভাপতি আ: ছালাম শান্ত,যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,শাহীন পাটওয়ারী ,পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহসভাপতি রনি তালুকদার,পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ,চাপই শাখা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিসান পাটওয়ারীসহ বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
Leave a Reply