কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা॥
কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২নভেম্বর শনিবার উপজেলার কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানা মাঠে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ২৯ তম হিফজুল কুরআন প্রতিযোগীতা ও এসলাহী মাহফিঅল অনুষ্ঠি হয়। কোয়াচাঁদপুরে অবিস্থিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানাার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো.খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আবদুল হক।হাফেজ মুফতি মাওলানা আবু ইউসুফের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে দ্বীন ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন উজানীর পীর সাহেব আশেক এলাহী ,প্রধান আলোচক মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া জামিয়া আহমদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ,নিশ্চিন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এসএম ফখরুদ্দিন প্রমূখ। বয়ান শেষে কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার ১৪জন কুরআন হাফেজকে পাগড়ী প্রদান করেন। হিফজুল কুরআন প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৩শত ৫০জন হাফেজ অংশ গ্রহন করেন। বিচারকগন প্রতিযোগীদের মধ্যে থেকে ৪টি বিভাগে ১২০জনকে বিজয়ী হিসেবে ঘোষনা করেন। পরে বিজয়ীদের ক্রেস্ট ,সনদ ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।
Leave a Reply