ঢাকায় বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত॥হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি(বিসিআরএস )এর উদ্যোগে ১২ অক্টোবর শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে সোসাইটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার, শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দেওয়ান মানিক। অনুষ্ঠানে ”মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কারের ভূমিকা শীর্ষক” সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন কোথায়ও মানবাধিকার লংগিত হলে আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অবহিত করে থাকি।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র চেয়ামর্যান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি, সংগঠনের উপদেষ্টা শওকত মাহমুদ, হক ভয়েস প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) আবদুল হক, বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র উপদেষ্টা মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন), সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুলল হাসান দর্পন। আলোচনা সভা শেষে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুউল চেয়ার ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় সংগঠনের নির্বাহী কমিটির সদস্য , বিভিন্ন জেলার সহকারি পরিচালক ,মানবাধিকার কর্মী ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply