কচুয়র সাচার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সেবা প্রত্যাশীদের মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার ॥কচুয়র সাচার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সেবা প্রত্যাশীগন মানববন্ধন করেছে। ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার সাচার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সেবা প্রত্যাশী শতাধিক নারী পুরুষ চেয়ারম্যানের অনুপস্থিতিতে সেবা প্রদান বিঘœ হওয়ায় সাচার ইউপি চেয়ারম্যান মানির হোসেনের অপসারনের দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহনকারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহসভাপতি মেজবাহ উদ্দিন আখন্দ ও যুবদল নেতা বিল্লাল হোসেনসহ অন্যান্যরা জানান ৫ আগষ্ট সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান মনির হোসেন নিয়মিত অফিস না করায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।ফলে জনগনের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলছে।এমতাবস্থায় সেবা প্রত্যাশী মানববন্ধনে অংশগ্রহনকারীগন ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতে অগ্রাধিকার ভিত্তিতে সাচার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করতে যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে। একই দিনে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন মজুমদার,৭জন ইউপি সদস্য,ইউডিসি আবদুর রহমান,হিসাব সহকারি রিয়াদ হোসেনসহ ইউপি চেয়ারম্যান মনির হোসেনর অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।
Leave a Reply