কচুয়ায় গনঅধিকার পরিষদের গনসংযোগ ও লিফলেট বিতরণ
নিজস্ব সংবাদদাতা ॥”জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ” এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় গনঅধিকার পরিষদের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিবের নেতৃত্বে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কচুয়া পৌরসভা, সাচার ও রহিমানগর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় গনঅধিকার কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব বলেন , তারুন্য নির্ভর রাজনৈতিক দল গনঅধিকার পরিষদ। আমরা নিবন্ধন পেয়েছি,আমাদের প্রতীত ট্রাক। চাঁদাবাজী ও টেন্ডারবাজী এসবের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এক স্বৌরাচার সরিয়ে অন্য স্বৌরাচার যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাই হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে। তারুন্যের জোয়ার ধরে রেখে একটি সুন্দর কচুয়া গড়াই আমাদের স্বপ্ন।
এ সময় যুব অধিকার চাঁদপুর জেলা শাখার সহসভাপতি তোফায়েল আহমেদ,সহসাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন,কচুয়া উপজেলা শাখা যুব অধিকারের ভারপ্রাপ্ত আহবায়ক সালাউদ্দিন,সদস্য জাহিদ হাসান চৌধুরী,আহমেদ জিয়া,নাহিদুল হাসান মৃদুল,ছাত্র অধিকার কচুয়া শাখার সভাপতি আবু সাইদ চৌধুরী, সদস্য তারেক জিহাদসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply