কচুয়ায় অভিনব কায়দায় মোটর সাইকেল চুরি
সঞ্জিব ভৌমিক অপু ॥
কচুয়ায় অভিনব কায়দায় মোটর সাইকেল চুরি । ১১ সেপ্টেম্বর বুধবার কচুয়া পৌরসভার কান্দার পাড়ে অবস্থিত এনজিও সংস্থা সিএসএসের অফিসের সামনে থেকে দুপুর ২.৩০ মিনিটে একটি সংগবদ্ধ চোর চক্র মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। ওই অফিসের কর্মকর্তা ছবির হোসেন তার ব্যবহৃত কালো রং এর ডিসকভার -১২৫ মোটর সাইকেলটি অফিসের সামনে রেখে ভিতরে দাপ্তরিক কাজ করছিলো। দুপুর ৩টার সময় অফিস থেকে বের তার মোটর সাইকেল না পেয়ে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয় চোর চক্র অভিনব কায়দার তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ছবির হোসেন ওই দিন সন্ধ্যায় কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি তার মোটর সাইকেলটি ফিরে পেতে থানা প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।
অপর দিকে একই দিন দুপুর ৩ টায় কচুয়া সুলতানা ফিলিং স্টেশন সংলগ্ন ব্রাক অফিসের গাড়ীর গ্যারেজের ভিতর থেকে ব্রাকের ক্রেডিট অফিসার মজিবুর রহমানের নেভী ব্লু রংএর ইয়ামাহা -১৫০ সিসি মোটর সাইকেল চোর চক্র চুরি করে নিয়ে যায়। মজিবুর রহমান মোটর সাইকেল রেখে দাপ্তরিক কাজ করছিলো। কাজ শেষে বিকাল ৩.৪৫ মিনিটে বের হয়ে দেখতে পায় তার মোটর সাইকেল নেই। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মজিবুর রহমান অফিসের সিসি ক্যামেরায় ধারনকৃত চুরির ফুটেজসহ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার মোটর সাইকেলটি ফিরে পেতে থানা প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন। মোটর সাইকেলের মালিকগন জানান খুব অল্প সময়ে সংগবদ্ধ চোর চক্র মোটর সাইকেলের লক ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে।
ছবি: কচুয়ায় সিসি ক্যামেরায় ধারনকৃত চুরি হওয়া মোটর সাইকেল ও চোর চক্রের ছবি।
Leave a Reply