কচুয়ায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।১জুন শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমওডিসি ডা:সামিয়ান সাবির,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো:আলমগীর তালুকদার,সিনিয়র স্টাফ নার্স আয়েশা বেগম প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার জানান ১ জুন শনিবার জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সমগ্র কচুয়া উপজেলায় ২শত৮৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৬ হাজার ৪শত ৯৯জনকে একটি করে নীল রঙ্গের ও ১২-৫৯ মাস বয়সী ৫০ হাজার ৫শত ৭২ জন শিশুকে একটি করে লাল রঙ্গের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করে কার্যক্রম শুরু হয়েছে। সমগ্র কচুয়া উপজেলায় সপ্তাহ ব্যাপি ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার কার্যক্রম চলবে।
ছবি: কচুয়ায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
Leave a Reply