কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া উপজেলা পরিষদ নিবার্চনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ২ মে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে ,উপজেলা চেয়রম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়রম্যান পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ স্বপন, ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন হলেন – উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার (ফারহানা), চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য জোৎ¯œা আক্তার ঝর্ণা, উপজেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক আমেনা আক্তার,উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী বেগম ও মহিলা নেত্রী কুলসুমা আক্তার ।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান জালাল, ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ জোবায়ের হোসেন।
কচুয়া উপজেলায় ইভিএমএ ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসীল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২ মে,যাচাই-বাছাই ৫ মে রবিার। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্বে আপিল জেলা প্রশাসকের নিকট আফিল দায়ের ৬ -৮ মে, আপিল নিস্পত্তি ৯ – ১১ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে রবিবার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ১৩ মে সোমবার । ২৯ মে বুধবার সকাল ৮- বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ।
ছবি: কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্ধন্ধী প্রার্থীদের ছবি।
Leave a Reply