কচুয়ায় প্রচন্ড তাপদাহে এক মাদ্রাসা শিক্ষকা অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় প্রচন্ড তাপদাহে চৌমুহনী মাদ্রসার সহ-শিক্ষকা সনিয়া আক্তার অজ্ঞান হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবারে সকালে অফিস কক্ষ থেকে বের হয়ে শ্রেণি কক্ষে যাবার সময় মাথা ঘুরে করিডোরে পড়ে যায়।অন্য শিক্ষকগন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা: রাকিবুল ইসলাম তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।চিকিৎসক ডা: রকিবুল ইসলাম জানান প্রচন্ড তাপদাহে ডিহাইড্রেশন হয়েছে,তার চিকিৎসা চলছে অবজারভেশনে আছে।
মাদ্রসায় কর্মরত শিক্ষক সিরাজুল ইসলাম জানান সনিয়া আক্তার ক্লাশ করতে যাওয়ার সময় প্রচন্ড গরমে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সোহেল রানা চিকিৎসা চলছে । এই গরমে জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে আসার আহবান জানান। ঠান্ডা পানি বা ড্রিংক্সস না খাওয়াই ভালো।
ছবি: হাসপাতালে চিকিৎসাধীন মাদ্রাসা শিক্ষিকা সানিয়া আক্তার ।
Leave a Reply