1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

কচুয়ায় প্রাণ কোম্পানির প্রতিনিধির উপর হামলা॥ থানায় অভিযোগ

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

কচুয়ায় প্রাণ কোম্পানির প্রতিনিধির উপর হামলা॥ থানায় অভিযোগ
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় প্রাণ কোম্পানির প্রতিনিধি টিএসএম মাছুম বিল্লাহ্ (৩৮) ও এসআর হৃদয় হোসেন (২০) এর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ২৮ এপ্রিল রবিবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছকিনার দালান ব্রিফফিন্ড সংলগ্ন ডিলার নাছির উদ্দিনের (৪০) দোকানে এই হামলার ঘটনা ঘটে। এব্যাপারে কচুয়া থানায় প্রাণ কোম্পানির টিএসএম মাছুম বিল্লাহ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছকিনার দালান এলাকার ডিলার মোঃ নাছির উদ্দিন প্রাণ কোম্পানির সাথে ডিলারশিপ হিসেবে ব্যবসা পরিচালনা করতো। কোম্পানির নিয়ম অনুসারে ব্যবসা পরিচালনা না করায় কোম্পানির মালামাল ফেরত দেওয়ার কথা বললে নাছির তাতে কোন প্রকার কর্নপাত করেনি। রবিবার সকালে ডিলার নাছিরকে হিসাব করে কোম্পানির টাকা ও মালামাল ফেরত দিতে বললে নাছির আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমাকে কিলঘুষি মারিয়া রক্তাক্ত জখম করে। এসময় আমার এসআর হৃদয় হোসেন এগিয়ে আসলে তাকেও কিলঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমাদের সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা একটি ল্যাপটপ ও একটি এন্ড্রোয়েড ফোন নিয়ে যায়। বিবাদী নাছির বিভিন্ন ধরনের ভয়ভীর্তি প্রদর্শন করে এবং সুযোগ মতো পাইলে খুন জখম করবে বলেও হুমকি প্রদান করে।
বাদী মাছুম বিল্লাহ বলেন, আমি ও আমার সহকর্মী রবিবার সকালে ডিলার নাছিরকে হিসাব করে কোম্পানির টাকা ও মালামাল ফেরত দিতে বললে নাছির আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নাছির আমাদের কিলঘুষি মারিয়া রক্তাক্ত জখম করে। আমাদের সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা একটি ল্যাপটপ ও একটি এন্ড্রোয়েড ফোন নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করলে আমরা উভয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেই।
বিবাদী নাছির উদ্দিন বলেন, প্রাণ কোম্পানির প্রতিনিধি টিএসএম মাছুম বিল্লাহ্ এসআর হৃদয় হোসেনকে আমি কোন মারধর করিনাই এবং অভিযোগটি সঠিক নয়। ‘
ছবি: আঘাতপ্রাপ্ত মাছুম বিল্লাহ ও হৃদয় হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার