কচুয়ায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
বিশেষ প্রতিনিধি ॥
‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপ্রাদ্যে কচুয়ায় দিনব্যাপী প্রণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রজেক্টারের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,ইউএনও এহসান মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.সাওকাত হোসেন সুমন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সনম্পাদক সুজন পোদ্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এ বারের মেলায় ৩০ স্টল স্থান পায় । স্টল গুলোতে বিভিন্ন জাতের গরু,ষাড়,মহিষ,ছাগল,ভেড়াসহ ও বিভিন্ন প্রজাতির পাখি,হাঁস-মুরগী,বিড়াল,খরগোসসহ প্রাণিসম্পদের বিভিন্ন উপকরন রয়েছে। এসব প্রাণীদের দেখতে দর্শনার্থীরা ভিড় জমায়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো.শাহ শাহজাহান শিশির। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব-উল-আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমন। আলোচনা শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply