কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
নিজস্ব সংবাদদাতা ॥”নারীর সমঅধিকার ,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” এই পতিপাদ্যে সারাদেশের ন্যায় কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্তরে শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার।সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন নারী সৃষ্টির বাহক। নারী সমাজে যে অবদান রাখতে পারে তা পুরুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ কতৃক নারীকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। তা অন্যকে দেওয়া হয়নি।তাই সমাজ উন্নয়নে নারীদের বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। কচুয়া উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো: মেজবাহউদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডা জাবের মিয়া,প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, নারী উদ্যোক্তা চামেলী আক্তার।এ সময় বিভিন্ন মহিলা সংগঠন ও কিশোরী ক্লাবের নেত্রীগন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবসে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা।
Leave a Reply