দীর্ঘ ৫০ বছর পর কচুয়া উপজেলার কোমরকাশা- বদরপুর এলাকার চার গ্রামের জনগনের চলাচলের রাস্তার কাজ শুরু
নিজস্ব সংবাদদাতা ॥
দীর্ঘ ৫০ বছর পর চার গ্রামের চলাচলের রাস্তা উম্মুক্ত করা হলো। বহু বছর ধরে কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের কোমরকাশা- বদরপুর সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। আন্দিরপাড় ,হোসেনপুর,বদরপুর ও কোমরকাশা গ্রামের প্রায় ৪ হাজার জনগনের চলাচল ও মাঠের আবাদী জমির ফসল ঘরে তোলার কোন রাস্তা ছিলনা। দেড় কিলোমিটার কাচা সড়কটির ৯ শত ফুট রাস্তার জন্য মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তাটি বদরপুর তালুকদার বাড়ি থেকে শুরু হয়ে মাঠের মধ্য দিয়ে কোমরকাশা পাকা সড়কের সাথে সঙযুক্ত হয়েছে। সম্প্রতি সদর দক্ষিন ইউনিয়নের চেয়রম্যান আরিফুজ্জামান খন্দকার এলাকাবাসীর সহযোগীতায় ওই সড়কটির দখলীয় জায়গা উম্মুক্ত করে নতুন করে সড়ক নির্মানের উদ্যোগ গ্রহন করেন। দুই ইউপি সদস্য মো: মানিক মিয়া ও মো: বিল্লাল হোসেনসহ এলাকাবাসীর সহযোগীতায় গ্রামবাসীদের সাথে প্রতিবন্ধকতা দুর করে রাস্তা নির্মান কাজ শুরু করেছেন। স্থানীয়রা জানান এই রাস্তার কাজ শেষ হলে চলাফেরা ,মালামাল নিয়ে যাতায়ত সবই সহজ হবে। ফলে সবাই উপকৃত হবে। তাই ৪ গ্রামের জনগন বর্তমান চেয়ারম্যান আরিফুজ্জামান খন্দকারকে এ মহতী কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
চেয়রম্যান আরিফুজ্জামান খন্দকার জানান আমার নিজস্ব তহবিল থেকে জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে সবার সহযোগীতায় কাজ শুরু করেছি। ভবিষ্যতে সরকারি অর্থায়নে রাস্তা প্রসস্থ করা হবে।
Leave a Reply