1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিচারের দাবীতে কচুয়ায় এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিচারের দাবীতে কচুয়ায় এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা ॥ঢাকার কদমতলী থানার মোহাম্মদপুর এলাকায় কচুয়া উপজেলার চানপাড়ার গ্রামের আলী আক্কাছের মেয়ে শাহীনুর আক্তার(২৫) আত্মহত্যার ঘটনায় ৫ লক্ষ টাকার মাধ্যমে রফাদফার অভিযোগ উঠেছে কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের ইউপি সদস্য হারিছ বেপারীর বিরুদ্ধে। ৪ ফেব্রুয়ারী রোববার উপজেলার বিতারা ইউনিয়নের চানপাড়া গ্রামে গৃহবধূর বাবার বাড়িতে এলাকাবাসীর আয়োজনে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে হত্যার রহস্য উদগাটন করে হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠ বিচারে দাবী করে মানববন্ধর করেছে এলাকাবাসী ।
মানববন্ধন শেষে শাহীনুর আক্তাতারের ভাই মানিক মিয়া জানান আমার বোনকে তার মাদকাসক্ত স্বামী জুয়েল প্রায়ই মানষিক ও শারিরিকভাবে নির্যাতন করতো। পাথৈর এলাকার ইউপি সদস্য মো.হারিস বেপারীর ও বিএনপি নেতা ইকবাল,ঘোরফান সহ কয়েকজনকে নিয়ে ঘটনার মধ্যস্থতার নামে হত্যার ঘটনা দামাচাপা দিতে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমার বোনের হত্যার ঘটনাকে আত্মহত্যার নাটক সাঁজিয়ে রফাদফা করে। নিহত গৃহবধূ শাহীনুরের মা মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসীর দাবী জানান।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায় কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের চানপাড়া গ্রামের আলী আক্কাসের মেয়ে শাহীনুর আক্তারের সাথে পারিবারিক ভাবে পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের হারুনের ছেলে জুয়েলের সাথে ৪ বছর পূর্বে বিবাহ হয়। তাদের ঘরে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিবাহর পর জুয়েল তার স্ত্রীকে নিয়ে ঢাকা কদমতলীতে বাসাবাড়া নিয়ে বসবাস করতো। ৩০ জানুয়ারী মঙ্গলবার সংঙ্গাহীন অবস্থায় শাহীনুর আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় তাঁর লাশ হাসপাতাল মর্গে রেখে চারদিন ধরে প্রকৃত ঘটনাকে দামাচাপা দিতে ইউপি সদস্য হারিছ বেপারীর মাধ্যমে গৃহবধূর পরিবার ও তাঁর শশুর পক্ষের লোকজান ৫ লক্ষ টাকার মাধ্যমে রফাদফা করে। রফাদফা শেষে চারদিনপর শুক্রবার গৃহবধূর লাশ বাবার বাড়ি চানপাড়ার গ্রামে দাফন করা হয়।
সরোজমিনে গেলে রোববার পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামে নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে সাংবাদিকদের উপস্থিতি টের পেরে স্বামী জুয়েলের পরিবারের লোকজন গাঢাকা দেয়।
ইউপি সদস্য হারিছ বেপারীর মোবাইল -০১৭৩৬৭৪৭২৪২ নাম্বারে ওইদিন সকাল থেকে একাধিক নাম্বার থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনে কল রিসিভ করেননি।ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা মোবাইল ফোনে জানান, হারিছ বেপারী, ও বিএনপি নেতা ঘোরফান, ইকবালসহ অর্থের বিনিময়ে বিষয়টি রফাদফার কথা লোকমুখে শুনেছি।
চানপাড়া এলাকার ইউপি সদস্য মো.ইসমাইল হোসেন মোবাইল ফোনে বলেন, আমার গ্রামের সু-শিক্ষিত মেয়ে শাহীনুর বেগমের হত্যার বিষয়ে এলাকার মানুষের সাথে আমিও বিচারের দাবি জানাচ্ছি। শাহীনুর আক্তারের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীব্যক্তিদের সনাক্ত না করে শালিশীদের চাপাচাপিতে তড়িগড়ি করে বিষয়টি রফাদফা করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ছবি: কচুয়া চানপাড়ায় গ্রামবাসীর আয়োজনে শাহীনুর আক্তারের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের সুষ্ঠ বিচারে দাবী করে অনুষ্ঠিতব্য মানববন্ধনের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার