কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী সাবেক কাউন্সিলর কালু মিয়া আর নেই
মোঃ আবু হানিফ ॥
কচুয়ার উপজেলার শ্রমিক দলের সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডেও দুইবারের সাবেক কমিশনার আলহাজ¦ কালু মিয়া (৭০) আর নেই ( ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি সোমবার বুকের ব্যাথা অনুভব করলে প্রথম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন। পরে তাকে ঢাকার আজগর আলী হসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১২ জানুয়ারি শুক্রবার দুপুরে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে আসে। শনিবার (১৩ জানুয়ারী) সকাল ৯টায় কচুয়া বড় মসজিদের মাঠে জানাযা শেষে পৌরসভার করইশ মধ্যপাড়া কমিশনার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর ছোট ছেলে কচুয়া পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ তাঁর বাবার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন
ছবি: উপজেলার শ্রমিক দলের সভাপতি কালু কমিশনার ফাইল ছবি।
Leave a Reply