কচুয়া আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ॥ বৈধ ৪ প্রার্থী
নিজস্ব সংবাদদাতা ॥
চাঁদপুর-১ কচুয়া আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। ১লা ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম ছিলো। ৪ ডিসেম্বর সোমবার সকালে চাঁদপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কচুয়া আসনের নৌকা মার্কার প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় পার্টির প্রার্থী একেএসএম শহিদুল ইসলাম,জাসদেও উপজেলা সশাখার সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম সোহেল , জাকের পার্টির উপজেলা শাখার সাধারন সম্পাদক মাসউদুল আহাসান ।
রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রে উল্লেখিত তথ্যের গরমিল, ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকাসহ ও প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকার কারনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী – জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, রাহাদ চৌধুরী (স্বতন্ত্র), মোঃ শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), মো. জামাল হোসেন (বাংলাদেশ কংগ্রেস), মো. সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম হোসেন বলেন, আমি মনোনয়ন ফিরে পেতে আপিল করবো।
উল্লেখ্য, এ আসনে নির্বাচনে অংশগ্রহনকারী আওয়ামী লীগের বৈধ প্রার্থী কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি একেএসএম শহিদুল ইসলাম সাধারন ভোটরদের কাছে পূর্ব পরিচিত । জাসদের সাইফুল ইসলাম ও জাকের পার্টির মো: মাসউদুল আহসান একেবারেই নতুন । অনেক ভোটর তাদের ইতিপূর্বে নাম ও শুনেনা বলেই অনেকই জানিয়েছেন।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১লা ডিসেম্বর-৪ ডিসেম্বর। আপিলের তারিখ ৫ ডিসেম্বর – ৯ ডিসেম্বর। মামলা নিস্পত্তি ১০ ডিসেম্বর – ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রবিবার। প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর সোমবার। ভোট গ্রহণের তারিখ ৭ জানুয়ারী রবিবার।
উল্লেখ্য যে, চাঁদপুর-১ কচুয়া আসনে ১০৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৬৯জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৩শত ৩১ জন , মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৪শত ২৭ জন।
ছবি: ফাইল ছবি ড.সেলিম মাহমুদ,ডাঃ শহীদুল ইসলাম, মাসউদুল আহসান ও সাইফুল ইসলাম।
Leave a Reply