সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সংবিধান অনুযায়ী নির্বাচন করবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার কোন সুযোগ নেই। আশা করি, ডিসেম্বের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষনা করেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি গণতন্ত্র, সংবিধান এবং মানুষের মৌলিক মানবাধিকারে বিশ^াসী। যেকোন ব্যাক্তি নির্বাচন করতে চায় এগিয়ে আসতে পারেন। তবে নির্বাচন হবে জনসমর্থনের ভিত্তিতে অবাধ নির্বাচন হবে। যে অবাধ নির্বাচনে জনগনের সমর্থনের ভিত্তিতে নির্বাচন করতে চায় করবেন। তিনি ৮ জুলই শনিবার উপজেলার ডুমুরিয়া গ্রামে গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রতœা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহিদ, সাধারণ সম্পাদক কাজল রেখা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
একই দিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে সংসদ সদস্যেও ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ করেন। বিকালে উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন।
ছবি: কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে জনসংযোগ করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply