বুধবার দেশবরেণ্য ইতিহাসবিদ ড.মুনতাসীর মামুনের জন্মদিন
নিজস্ব সংবাদদাতা : কচুয়ার কৃতিসন্তান একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য ইতিহাসবিদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও দক্ষিন এশিয়ার খুলনায় অবস্থিত প্রথম গনহত্যা যাদুঘরের প্রতিষ্ঠাতা ড.মুনতাসীর মামুনের ৭২তম জন্মদিন ২৪ মে বুধবার । ড.মুনতাসীর মামুনের চাচা সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খানআলমগীর এমপি ,কচুয়ার সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব মিসবাহউদ্দীন খানের সুযোগ্য সন্তান । তিনি বাংলা একাডেমী পুরস্কার ও মাত্র ১২ বছর বয়সে প্রেসিডেন্ট পুরস্কার অর্জনসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। তাছাড়া ড.মুনতাসীর মামুন সাহিত্যিক,লেখক,গবেষক ও সঙগঠক। জন্মদিন উপলক্ষ্যে কচুয়ার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
Leave a Reply