‘‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন“ এ শ্লোগানে কচুয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে (২২ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলা ভূমি অফিসসহ সকল ইউনিয়ন ভূমি অফিসে র্স্মাট সেবা চালু করা হয়েছে। ফলে ভূমি অফিসে না এসে এ্যাপস ব্যবহার করে মোবাইলের মাধ্যমে জনগন সকল সেবা গ্রহন করতে পারবে। ফলে ভূমি অফিসের সেবার মান বেড়েছে। সরকারের বেদখলকৃত জমি উদ্ধার করার নির্দেশ প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সহ সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব সুমন,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব।
Leave a Reply