1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

কচুয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ ধাপে ১৮টি ভূমিহীন পরিবার বুধবার ঘর পাচ্ছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ইউএনও‘র কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কচুয়ায় আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট ১শত ৭ টি ঘর প্রদান করা হবে। তার মধ্যে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে ভূমিহীন ১৮টি পরিবারের ঘরের দলিল,চাবি ও সনদ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। ফলে কচুয়ায় উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৫৫। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের একটি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী কচুয়া শতভাগ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করছে। এ সময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইবনে আল জায়েদ হোসেন ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার,সাধারণ সম্পাদক সুজন পোদ্দারসহ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় ভূমিহীন পরিবারবে ঘর প্রদানের বিষয়ে প্রেসব্রিফিং করছেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার