‘‘নিরাপদ জ¦লানি, ভোক্তাবান্ধব পৃথিবী’’প্রতিপাদ্যে কচুয়ায় বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির। বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,বীর মুক্তিযোদ্ধা সনতোষচন্দ্র সেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান বলেন,আসছে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা সাধারনের সুবিধার্থে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে যেকোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি সহ ভোক্তা অধিকার লংগনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।
ছবি: কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি।
Leave a Reply