“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়া উপজেলায় পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহণ করেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সোফায়েল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংদের সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব-উল-আলম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.সোহেল রানা,উপজেলা সমাবয় কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ভোটার দিবস উপলক্ষে র্যালী শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হালনাগাদ ও নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
ছবিঃ কচুয়ায় জাতীয় ভোটার দিবসের র্যালী।
Leave a Reply