কচুয়া উপজেলার উজানী-দেওকামতা খাল খনন কাজের অনিয়ম,গাছপালা কেটে ও ফসলী জমি ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
২ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের উজানী বাজারে ক্ষতিগ্রস্থ ভূক্তভোগী পরিবারের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা ক্ষতিগ্রস্থরা জানান,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের ছোট নদী,খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান উজানী-দেওকামতায় ২.৫ কিলোমিটার খাল পূনঃখননের কাজ করতে গিয়ে নিয়ম বহিভূতভাবে খাল কেটে, ফসলী জমি,বাড়ি ঘর ও গাছ পালা কেটে ব্যাপক ক্ষতিসাধান করেছে।
ক্ষতিগ্রস্থ জমির মালিক মাছুম জানান,উজানীর দেওকামতা অংশে খাল খনন কাজ করতে গিয়ে ঠিকাদার সঠিক ভাবে খাল খনন না করে আমার ফসলী জমির অংশ কেটে ফেলেছে তাই আমি জমির ক্ষতিপূরন দাবী করছি।
জমির মালিক কাজী আসিফুর রহমান জানান,খাল কাটার ভেকু নিয়ে কাজ করতে গিয়ে খালের পাশে আমার বাগানের গাছ পালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে।
ক্ষতিগ্রস্থরা সহায়তা পেতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতা কামনা করেছে।
Leave a Reply