“আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ বুধবার উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের অফিসার মাহবুব-উল-আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: হারুন অর রশিদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো.জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, ইউনিয়ন ব্যাংক কচুয়ার মিয়ার বাজার শাখা ব্যবস্থাপক মো: মনির হোসেন,পপুলার লাইফ ইন্সুরেন্স আল বারাকাহ ইসলামী বীমা প্রকল্পের যুগ্ন-নির্বাহী সম্পাদক সোলাইমান মিয়াজী,সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স লি: এর জোনাল ইনচার্জ গাজী ইয়াছিন,ন্যাশনাল লইফ ইন্সুরেন্স জোনাল ইনচার্জ নাছিম উদ্দিন ও জোনাল ইনচার্জ স্ফাুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসন বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও বীমা কোম্পানীর কচুয়া উপজেলার শাখার ম্যানেজার,কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় জাতীয় বীমা দিবসের র্যালির একাংশ।
Leave a Reply