কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ঘরের নির্মান কাজ পরিদর্শন করেছেন কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন।
২৭ ফেব্রুয়ারি সোমবার ওই ইউনিয়নের নাউলা গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় একটি জায়গায় ১৬ টি ঘর ও অন্য জায়গায় ১২ টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি ঘরগুলো যথাযথ ভাবে তৈরি করার জন্য ঘর তৈরীর বিভিন্ন উপকরণ ইট,বালু,সিমেন্ট,রড সঠিক ভাবে সরবরাহ ও নির্মান কাজ সঠিক ভাবে চলছে কিনা তার তদারকি করেন। তাছাড়া ঘরগুলো টিকসই ভাবে তৈরি করার লক্ষ্যে নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন বাংলাশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি খরচে জায়গাসহ ঘর নির্মান করে দেওয়ার কাজ সারা দেশের ন্যায় কচুয়ায় সুন্দরভাবে এগিয়ে চলছে।
পরিদর্শন কালে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা প্রকৌশলী রাকিবুল হাসান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মনির হোসেনসহ এলাকাসী উসস্থিত ছিলেন।
Leave a Reply