মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কচুয়ায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় মাদক নির্মূলে সমন্বিত খসড়া পরিকল্পনা উপস্থাপন করেন- চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, এসিল্যান্ড মো: ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়া,বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানকিন, ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন ,এম আখতার হোসাইন, মোহাম্মদ নুরেই আলম রিহাত,প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ছবি ঃ মাদকদ্রব্যের অপব্যহার রোধকল্পে কচুয়ায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।
Leave a Reply