কচুয়া উপজেলার ঐহিত্যবাহী খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে নব-র্নিমিত একাডেমিক ভবনের উদ্বোধণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মোড়ক উন্মেচনের মাধ্যমে একাডেমিক ভবনের উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহ-আলম বিএসসি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে নব-র্নিমিত একাডেমিক ভবনের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply