কচুয়ায় শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলেন। খেলাধুলার মাধ্যমে তরুন সমাজের মাঝে প্রতিযোগী মনোভাব গড়ে উঠে। আসুন সবাই শেখ কামালকে অনুসরণ করে নিজেদের মেধা বিকাশে জাতীয় ক্ষেত্রে অবদান রাখি।
উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো.জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন,প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply